নিয়ম ও শর্তাবলী
02. তথ্যের নির্ভুলতাঃ আমরা সর্বোচ্চ চেষ্টা করি সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রদান করতে। তবে, কোনো পোস্টে তথ্য হালনাগাদ না থাকলে বা কোনো ভুল থেকে গেলে, আমরা দায়ী থাকবো না। আপনি নিজের প্রয়োজন অনুযায়ী তথ্য যাচাই করে ব্যবহার করবেন।
03. তৃতীয় পক্ষের লিংকঃ আমাদের ব্লগে মাঝে মাঝে কিছু তৃতীয় পক্ষের ওয়েবসাইটের লিংক থাকতে পারে (যেমন: ইউটিউব, অন্যান্য ব্লগ বা রেফারেল লিংক)। এসব লিংকে ক্লিক করে আপনি অন্য সাইটে গেলে, তার জন্য sultana46.com কোনোভাবে দায়ী থাকবে না।
04. ব্যবহারকারীর আচরণঃ আমাদের ব্লগে কোনো স্প্যাম, অশালীন ভাষা, কিংবা আক্রমণাত্মক মন্তব্য করা যাবে না। যারা এই নিয়ম ভাঙবে, তাদের মন্তব্য মুছে দেওয়া বা ব্লক করার অধিকার সংরক্ষণ করে।
05. বিজ্ঞাপন ও অ্যাফিলিয়েট লিংকঃ এই ব্লগে কোনো কোনো পোস্টে বিজ্ঞাপন অথবা অ্যাফিলিয়েট লিংক থাকতে পারে, যার মাধ্যমে আমরা কিছু কমিশন পেতে পারি। তবে, আমরা সবসময় এমন পণ্য বা সেবা রেফার করি যা পাঠকদের কাজে আসবে।
06. কপিরাইটঃ এই ওয়েবসাইটে প্রকাশিত সব কনটেন্ট (লেখা, ছবি, ডিজাইন ইত্যাদি) কপিরাইট সংরক্ষিত এবং sultana46.com-এর অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
07. শর্তাবলী পরিবর্তনঃ sultana46.com যে কোনো সময় এই ব্যবহারের শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখে। শর্তাবলীতে পরিবর্তন হলে তা এই পেইজে প্রকাশ করা হবে। নতুন শর্তাবলীতে আপনি স্বয়ংক্রিয়ভাবে সম্মত বলে বিবেচিত হবেন।
08. যোগাযোগঃ আপনি যদি এই শর্তাবলী সম্পর্কে কোনো প্রশ্ন, মতামত বা সমস্যা জানান দিতে চান, তাহলে নিচের লিঙ্গাংকেযোগ করতে পারেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url