শীতের জন্য কোন ক্রিম ভালো মেয়েদের

শীতের জন্য কোন ক্রিম ভালো মেয়েদের আজকের আর্টিকেলে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।শীতকালে গ্রীষ্মকালের তুলনায় বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকে ফলে বাতাস আর্দ্রতার অভাবে ত্বক থেকে প্রাকৃতিক তেল শোষণ করে নেই। যার ফলে ত্বক শুষ্ক, রুক্ষ ও ময়শ্চারাইজেশন হীন হয়ে পড়ে।

শীতের-জন্য-কোন-ক্রিম-ভালো-মেয়েদের

বিশেষ করে মেয়েদের ত্বক আরো সংবেদনশীল। শীতকালে ঠান্ডা ও আর্দ্রতা হীন বাতাসের কারণে মেয়েদের ত্বক আরো দ্রুত শুষ্ক, রুক্ষ ও অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয়। শীতকালে মেয়েদের ত্বকের যত্নের জন্য কিছু মশ্চারাইজিং ক্রিম ব্যবহার করতে হয়। আজকের আর্টিকেলে তা নিয়ে আলোচনা করব।

পোস্ট সূচিপত্রঃ শীতের জন্য কোন ক্রিম ভালো মেয়েদের

শীতের জন্য কোন ক্রিম ভালো মেয়েদের

শীতের জন্য কোন ক্রিম ভালো মেয়েদের এ প্রশ্ন শীতের শুরুতে প্রায় সকল মেয়েদের মনে জাগ্রত হয়। তাই আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে এসেছি আজকের এই আর্টিকেলে। আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে আশা করছি আপনারা এর উত্তর পেয়ে যাবেন। মেয়েরা তাদের ত্বকের যত্ন নেওয়ার জন্য সব সময় কোন না কোন ক্রিম ব্যবহার করে থাকেন। 

তবে গ্রীষ্মকালে যে ক্রিম ব্যবহার করা হয় সেই ক্রিম শীতকালে ব্যবহার করা যায় না। কেননা শীতকালে ত্বক বেশি শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে। এমনকি যাদের তৈলাক্ত ত্বক তাদের ত্বক ও শীতকালে রুক্ষ হয়ে যায়। এ সময় ত্বকের জন্য বেশী ময়েশ্চারাইজারের প্রয়োজন। তাই শীতকালে মেয়েদের ত্বকের জন্য ময়শ্চারাইজার যুক্ত ক্রিম বেছে নেওয়া উচিত। 

শীতকালে মেয়েদের ত্বকের একটু বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে কোন ক্রিমটা ভালো হবে। কোন ক্রিমে ময়শ্চারাইজারের পরিমাণ বেশি থাকে। কোনটা ত্বকের উপকার করবে আর কোনটা ক্ষতি করবে। কোন ক্রিমটা দিলে ত্বক নরম থাকবে ত্বক শুষ্ক হবেনা। সেসব বিষয় জানাটা জরুরী। 

এখন আপনাদের শীতের জন্য কোন ক্রিম ভালো মেয়েদের সেই ক্রিমগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আলোচনা করা যাক।

Nevea soft cream: Nevea soft cream একটি খুবই ভালো মশ্চারাইজার ক্রিম। এ ক্রিমে জোজবা ওয়েল ও ভিটামিন ই রয়েছে। এটি ব্যবহারে ত্বক খুব দ্রুত নরম ও মসৃণ হয়। এটি ব্যবহারে ত্বক অনেক সময় ধরে ময়শ্চারাইজ থাকে। এই ক্রিম সকল ত্বকের জন্য ব্যবহার উপযোগী। এই ক্রিম শরীর ত্বক ও হাতে ব্যবহার করা যায়। এই ক্রিম খুব হালকা ফলে ত্বকে ব্যবহার করার ফলে ভারী বোধ হয় না। শীতে মেয়েদের ব্যবহারের জন্য এই ক্রিম খুবই কার্যকরী।

Simple hydrating light moisturiser: প্রো ভিটামিন বি৫, ভিটামিন সি ও বিসাবোলল উপাদান দ্বারা তৈরি Simple hydrating light moisturiser ক্রিম শীতে মেয়েদের মশ্চারাইজিং এর জন্য খুবই কার্যকরী। এ ক্রিম ত্বককে নরম ও মসৃণ করে। এ ক্রিমে ক্ষতিকর কোন রং বা সুগন্ধি নেই এতে ত্বক খারাপ হওয়ার কোন সম্ভাবনা নেই। এ ক্রিম ব্যবহারে ১২ ঘন্টা ত্বক নরম ও মসৃণ থাকে।

Lotus Herbal Cocomoist Cocobutter Moisturiser Cream: কোকোয়া বাটার সমৃদ্ধ Lotus Herbal Cocomoist Cocobutter Moisturiser Cream ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করে। এই ক্রিমে আরো রয়েছে রোজ ওয়াটার, মধু ও গ্লিসারিন। রোজ ওয়াটার ত্বকের PH ভারসাম্য বজায় রাখে। মধু তে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক যা ত্বকে পুষ্টি জোগাতে সাহায্য করে আর গ্লিসারিন ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এ ক্রিম নরমাল ও ড্রাই স্কিনের জন্য উপযোগী। শীতের জন্য কোন ক্রিম ভালো মেয়েদের এই প্রশ্নে এই ক্রিম হতে পারে আপনার বেস্ট চয়েজ।

Jolen Moisturising Cream: এ ক্রিম অনেক হালকা ও গভীরভাবে ত্বকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে। এতে রয়েছে অলিভ অয়েল ও টেন্ডার কোকোনাট। এ ক্রিমটি দৈনন্দিন ব্যবহারের জন্য খুবই উপযোগী কেননা এটি ব্যবহারে ত্বক হয়ে ওঠে নরম ও কোমল। শীতে ময়শ্চারাইজার এর জন্য মেয়েরা অনায়াসে ক্রিমটি ব্যবহার করতে পারেন।

Cerave Moisturiser Cream: Cerave Moisturiser Cream শুষ্ক ও অতি শুষ্ক ত্বকের জন্য উপযোগী। এই ক্রিম ত্বকে আর্দ্রতা ফিরিয়ে আনে ও ত্বককে নরম ও কোমল করে তোলে। শুষ্ক ত্বক শীতের সময় আরো বেশি সমস্যা সৃষ্টি করে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে এ ক্রিমটি ব্যবহার করতে পারেন। এই ক্রিম অনেক সময় ধরে ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এ ক্রিম তৈলাক্ত ত্বকে ব্যবহার করলে কিছুটা ভারী মনে হতে পারে। 

Cetaphil Moisturiser Cream: শুষ্ক ও অতি শুষ্ক ত্বকের জন্য একটি উপযোগী ক্রিম হল Cetaphil Moisturiser Cream. এটি সম্পূর্ণ শরীরে ব্যবহার উপযোগী। এই ক্রিম ত্বকের চিটচিটে ও শুষ্ক ভাব দূর করে আর্দ্রতা ফিরিয়ে আনে। এই ক্রিমে রয়েছে সুইট এমন্ড অয়েল ও ভিটামিন ই যা ব্যবহারে তাৎক্ষণিকভাবে শুষ্ক ও সংবেদনশীল ত্বকে আরাম এনে দেয়। এটি কোমল তোকেও ব্যবহার উপযোগী। শীতের জন্য কোন ক্রিম ভালো মেয়েদের এ প্রশ্নের উত্তরে বলা যেতে পারে শীতের জন্য Cetaphil Moisturiser Cream ভালো মেয়েদের।

Vanicream Moisturizer Cream: সংবেদনশীল ত্বকের জন্য উপযোগী একটি ময়শ্চারাইজার ক্রিম হল Vanicream Moisturizer Cream. এ ক্রিম ত্বককে গভীরভাবে আর্দ্র ও মসৃণ করে তোলে এবং ত্বকের প্রাকৃতিক সুরক্ষা স্তরকে শক্তিশালী করে। এ ক্রিমের আরেকটি বিশেষত্ব হলো যাদের ত্বক জ্বালাপোড়া করে ও অ্যালার্জি রয়েছে তাদের জন্য এই ক্রিমটি খুবই উপযোগী। এ ক্রিম এলার্জি, ডার্মাটাইটিস, অতিরিক্ত শুষ্কতা দূর করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে। এ ক্রিম শিশু থেকে বয়স্ক সবাই মুখ এবং শরীর সব জায়গাতেই ব্যবহার করতে পারবে। 

Iunik beta glucan Daily Moisturiser Cream: এই ক্রিম ব্যবহারের ফলে আর্দ্র মসৃণ ও উজ্জ্বল হয়ে ওঠে। এটি শুষ্ক ত্বকে ময়শ্চারাইজ করে তোলে। এ ক্রিমে কোন ক্ষতিকার উপাদান নেই। এটি ত্বককে গভীরভাবে ময়শ্চারাইজ করে। তবে তৈলাক্ত ত্বকের জন্য এটি হালকা চটচটে ভাব অনুভব হতে পারে।

আরও পড়ুনঃ ত্বক ফর্সা করার ঘরোয়া উপায় 

শীতকালে মেয়েদের ত্বকের কি কি সমস্যা হয়ে থাকে 

শীতকালে মেয়ে সহ সবারই ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দিয়ে থাকে। এ সময় ত্বকের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। এ সময় বাতাসে আর্দ্রতা কমে যাওয়ার কারণে ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যায়। শুষ্কতার কারনে ঠোঁট ও পায়ের গোড়ালি ফেটে যায় যা খুবই অস্বস্তিকর অবস্থায় সৃষ্টি করে। এছাড়াও মাথার ত্বকের শীতকালে অতিরিক্ত খুশকি দেখা দেয়। 

শীতকালে বিভিন্ন চর্মরোগ যেমন চুলকানি, একজিমা,স্ক্যাবিস বেড়ে যায়। শীতকালে ত্বকের বাড়তি যত্নের জন্য ও ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে এবং ত্বকে শুষ্ক ভাব দূর করতে বিভিন্ন ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহার করতে হয়।

শীতকালে মেয়েদের ত্বকের ঘরোয়া যত্ন

শীতের জন্য কোন ক্রিম ভালো মেয়েদের এ সম্পর্কে আলোচনায় এখন আলোচনা করব শীতকালে মেয়েদের ত্বকের ঘরোয়া যত্ন সম্পর্কে। শীতকালে মেয়েদের ত্বকের জন্য প্রতিদিনই ময়শ্চারাইজার ব্যবহার করতে হয়। এই ময়শ্চারাইজার শুধু বাজারে কেনা দামি দামি প্রোডাক্ট হতে হবে তা নয়। 

আপনি চাইলে বাড়িতে থাকা নারিকেল তেল ময়শ্চারাইজার এর জন্য ব্যবহার করতে পারেন। দুধের সর, মধু ও বেসন মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বক মশ্চারাইজিং হয়। এছাড়াও শীতকালে ত্বকের যত্নে গ্লিসারিন অনেক বেশি কার্যকরী। শীতকালে ঠোঁট ফাটা ও পা ফাটা রোধে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে হবে। 

তাছাড়া শীতকালে বেশি বেশি পানি পান করতে হবে এতে তো ভালো থাকবে। শীতকালে গোসল করাটা একটু কষ্টসাধ্য ব্যাপার তবুও ঠান্ডা পানি গোসল না করে হালকা গরম পানিতে গোসল করতে হবে এতে ত্বকের আদ্রতা ধরে রাখা সহজ হবে।

শীতকালে ত্বকের যত্নে যেসব করা উচিত নয় 

শীতকালে ত্বকের যত্নের জন্য অতিরিক্ত প্রসাধনী ব্যবহার করা ঠিক নয়। শীতকালে বেশি শীতের কারণে বেশি গরম পারে দিয়ে গোসল করা ঠিক নয় এতে ত্বক আরো বেশি শুষ্ক হয়ে পড়েন তবে হালকা গরম পানিতে গোসল করাটা ভালো। শীতকালে অতিরিক্ত ফেসওয়াশ ব্যবহার করা যাবে না এতে ত্বক রুক্ষ হয়ে পড়ে। 

শীতে সবসময় ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। ময়েশ্চারাইজার ব্যবহার ছেড়ে দেওয়া যাবে না। শীতকালে সানস্ক্রিম ব্যবহার করা ছাড়া রোদে যাওয়া ঠিক নয়। শীতে কম পিপাসা পায় বলে পানি কম খাওয়া যাবে না চেষ্টা করতে হবে বেশি পানি খেতে। এতে ত্বক আরো ময়শ্চারাইজ হবে এবং ভালো থাকবে।

আরও পড়ুনঃ মহিলাদের চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায়  

FAQ: প্রায় জিজ্ঞাসিত প্রশ্নাবলী

প্রশ্নঃ শীতের জন্য কোন ধরনের ক্রিম ভালো মেয়েদের?

উত্তরঃ মেয়েদের শীতের জন্য ময়শ্চারাইজার যুক্ত ক্রিম ভালো।

প্রশ্নঃ মেয়েদের ব্যবহারে শীত ও গ্রীষ্মের ক্রিম কি একই ধরনের?

উত্তরঃ না, মেয়েদের ব্যবহারের শীত ও গ্রীষ্মের ক্রিম এক নয়। শীতে ময়শ্চারাইজার যুক্ত ক্রিম ব্যবহার করতে হয়।

প্রশ্নঃ শুষ্ক ত্বকের জন্য শীতকালে কোন ক্রিম ব্যবহার করতে হয়?

উত্তরঃ Cetaphil Moisturiser Cream, Cerave Moisturiser Cream, Nevea soft cream শুষ্ক ত্বকের জন্য শীতকালে ব্যবহার উপযোগী।

প্রশ্নঃ কি করলে শীতকালে ত্বক ফাটা থেকে মুক্তি পাওয়া যায়?

উত্তরঃ শীতকালে প্রতিদিন ময়েশ্চারাইজার ব্যবহার করা, বেশি বেশি পানি পান করা, হালকা ফেসওয়াশ ব্যবহার করা ও প্রতিদিন রাতে গ্লিসারিন অথবা ভারী ক্রিম বা ভ্যাসলিন ব্যবহার করা।

প্রশ্নঃ শীতে কি বড়দের ও ছোটদের একই ক্রিম ব্যবহার করা যায়?

উত্তরঃ না, শিশুদের ত্বক বেশি সেনসিটিভ। তাই তাদের বেবি ফ্রেন্ডলি ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে।

শেষ কথাঃ শীতের জন্য কোন ক্রিম ভালো মেয়েদের

শীতের জন্য কোন ক্রিম ভালো মেয়েদের আজকের এই আর্টিকেলে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি আপনারা এ আর্টিকেল থেকে শীতের জন্য মেয়েদের কোন ক্রিম ভালো তা বুঝতে পেরেছেন। সবসময়ই ত্বকের যত্ন নিতে হয়। কিন্তু শীতে ত্বকের একটু বাড়তি যত্ন নিতে হয় কেননা এ সময় ত্বক আর্দ্রতা হারিয়ে শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে। 

তাই এ সময় ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে ত্বকের ধরন অনুযায়ী ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহার করতে হবে। আজকের এই আর্টিকেলে বিভিন্ন মাস্টারাইজিং ক্রিম সম্পর্কে আলোচনা করেছি। আপনি চাইলে আপনার ত্বকের ধারণা অনুযায়ী উপরিউক্ত যে কোন ক্রিম আপনার ত্বকের যত্নে বেছে নিতে পারেন। 

পরিশেষে আপনাদের উদ্দেশ্যে এটাই বলব যে আপনারা আপনাদের ত্বকের ধরন অনুযায়ী বাজেট ফ্রেন্ডলি সর্বোচ্চ ভালো ক্রিমটি বেছে নিন এবং ত্বকের সঠিক যত্ন নিন। এই বলেই আমার আজকের লেখাটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url